Govt Job
দমদম মিউনিসিপালিটি বিভিন্ন পদে অনেক লোক নিয়োগ করতে চলেছে। সরকারি চাকরির জন্য আগ্রহী হয়ে থাকলে এই সুজোগ হাতছাড়া করো না। অনেক শূন্য পদে লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন পাসের জন্য চাকরি রয়েছে।
কোন কোন পদে লোক নিয়োগ করা হবে West Bengal Govt Job
1. Medical Officer - MBBS ডিগ্রী থাকতে হবে। বেতন ৪০,৫০০ টাকা। কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ০১.০১.২০১৮ অনুসারে বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
1. Medical Officer - MBBS ডিগ্রী থাকতে হবে। বেতন ৪০,৫০০ টাকা। কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ০১.০১.২০১৮ অনুসারে বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
2. Nurse - Nurse ট্রেনিং থাকতে হবে। বেতন ২৫,২০০ টাকা। ০১.০১.২০১৮ অনুসারে বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
3. Ward Master - গ্রাজুয়েশন পাস করতে হবে। বেতন ২৫,২০০ টাকা। ০১.০১.২০১৮ অনুসারে বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
4. Clerk - মাধ্যমিক পাস করতে হবে। বেতন ২৫,২০০ টাকা। কম্পিউটারের জ্ঞান থাকা বাধ্যতামূলক। ০১.০১.২০১৮ অনুসারে বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
5. Driver - যে কোন বড়ো গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। মাধ্যমিক পাস হতে হবে। ০১.০১.২০১৮ অনুসারে বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে। বেতন ২৫,২০০ টাকা।
6. Assistant Cashier - মাধ্যমিক পাস হতে হবে। Accounting এর কাজ জানা থাকলে অগ্রাধিকার পাবে। বেতন ২৫,২০০ টাকা। ০১.০১.২০১৮ অনুসারে বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
![]() |
West Bengal Govt Job |
7. Sanitary Assistant - মাধ্যমিক পাস হতে হবে। ট্রেনিং থাকলে অগ্রাধিকার পাবে। বেতন ২৫,২০০ টাকা। ০১.০১.২০১৮ অনুসারে বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
8. Laboratory Technician - উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। কমপক্ষে ১ থেকে ২ বছরের ট্রেনিং থাকলে অগ্রাধিকার পাবে। বেতন ২৫,২০০ টাকা। ০১.০১.২০১৮ অনুসারে বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
9. Sanitary Inspector - উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং Sanitary Inspectorship ট্রেনিংয়ের Certificate থাকতে হবে। বেতন ৩৭,৬০০ টাকা। ০১.০১.২০১৮ অনুসারে বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
10. Mazdoor - অষ্টম শ্রেণি পাস হতে হবে। শরীর স্বাস্থ্য ভালো হতে হবে। বেতন ১৬,২০০ টাকা। ০১.০১.২০১৮ অনুসারে বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
11. Helper - অষ্টম শ্রেণি পাস হতে হবে। শরীর স্বাস্থ্য ভালো হতে হবে। বেতন ১৬,২০০ টাকা। ০১.০১.২০১৮ অনুসারে বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
12. Sweeper - অষ্টম শ্রেণি পাস হতে হবে। শরীর স্বাস্থ্য ভালো হতে হবে। বেতন ১৬,২০০ টাকা। ০১.০১.২০১৮ অনুসারে বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
13. General Duty Attendant - অষ্টম শ্রেণি পাস হতে হবে। শরীর স্বাস্থ্য ভালো হতে হবে। বেতন ১৬,২০০ টাকা। ০১.০১.২০১৮ অনুসারে বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে। খেলাধূলায় পারদর্শী হলে অগ্রাধিকার পাবে।
15. Teacher - অষ্টম শ্রেণি পাস হতে হবে। শরীর স্বাস্থ্য ভালো হতে হবে। বেতন ১৬,২০০ টাকা। ০১.০১.২০১৮ অনুসারে বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে। ২ বছরের বেসিক ট্রেনিং থাকলে অগ্রাধিকার পাবে।
কিভাবে আবেদন করতে হবে? Govt Job
এখান থেকে Application Form ডাউনলোড করে নাও। খুব সুন্দর ভাবে ফিলাপ করে নিজের সমস্ত ডকুমেন্ট দিয়ে নিচে দেওয়া ঠিকানায় স্পিড পোষ্ট করে দাও।
এখান থেকে Application Form ডাউনলোড করে নাও। খুব সুন্দর ভাবে ফিলাপ করে নিজের সমস্ত ডকুমেন্ট দিয়ে নিচে দেওয়া ঠিকানায় স্পিড পোষ্ট করে দাও।
To the Chairman, Dum Dum Municipality, 44, Dr. Sailen Das Sarani, P.O. – Dum Dum, Dist. – North 24 Parganas, Kolkata – 700028
সমস্ত ডকুমেন্ট www.dumdummunicipality.co.in এই ওয়েবসাইটে পরে জমা করতে হতে পারে। এখানে আবেদন করার পরে ৮০ নম্বরের লেখা পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে ভালো রেজাল্ট করলে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউতে থাকছে ১০ নম্বর। যারা ড্রাইভার পদের জন্য আবেদন করবে তাদের জন্য ড্রাইভিং টেস্ট থাকছে। Govt Job
যদি কোন ব্যক্তি কোন মুহুর্তে মিথ্যা প্রমাণ হয় তাহলে তাকে সেই মুহুর্তে ওই পরীক্ষা তথা ওই ইন্টারভিউ থেকে বহিষ্কার করা হবে। আবেদন করার শেষ তারিখ হলো ২৯.০৯.২০১৮. এই তারিখের আগে আবেদনের কাগজপত্র ওখানে পৌছানো চাই। না হলে কাগজপত্র দ্বিতীয়বার আর দেখা হবে না। নিচে ক্লিক করে আবেদনের ফর্ম ডাউনলোড করে নাও। Download Application Form Here.
1 Comments
Very interested
ReplyDelete